আমাকে বিশ্বাস করুন, শান্ত খুব ভালো খেলোয়াড়: সিডন্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ জুন ২০২২

গত বছর শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। পরে জিম্বাবুয়ে সফরেও তার ব্যাট থেকে আসে ১১৭ রানের ইনিংস। কিন্তু এরপর খেলা আট ম্যাচের ১৫ ইনিংসে শান্ত একবার মাত্র ফিফটি করেছেন, এক অঙ্ক আউট হয়েছেন সাতবার। সবমিলিয়ে করেছেন ২৭৯ রান।

সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ইনিংসেই শান্ত এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। যা শুরুতেই দলকে কঠিন চাপে ফেলে দিয়েছে। বিশেষ করে ঢাকা টেস্টের দুই ইনিংসে যেখানে তিন নম্বরে প্রয়োজন ছিল শক্ত হাতে প্রতিরোধের, সেখানে উইকেটে টিকতেই পারেননি শান্ত।

তবে সাম্প্রতিক এ ব্যর্থতার পরও শান্তর ওপর আস্থা হারাতে রাজি নন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার মতে, নতুন বলের চাপের কারণেই রান পাচ্ছে না বাংলাদেশের টপঅর্ডার। যে কারণে সম্প্রতি ৫৩ ও ৮০ রানে অলআউট কিংবা ২৪ রানে ৫ উইকেট পড়ার মতো ঘটনাগুলো ঘটেছে।

শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সিডন্স বলেছেন, ‘মূল হুমকিটা আসলে নতুন বল। আমাদেরকে নতুন বলের ব্যাটিংয়ে আরও ভালো হতে হবে। মুমিনুল ফর্মে ফিরলে অনেক ভালো হবে। আমি জানি শান্ত অনেক ভালো খেলোয়াড়। আমার ওপর বিশ্বাস রাখুন, সে খুব ভালো খেলোয়াড়। তার ফর্মে ফেরাটা আমাদের জন্য জরুরি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের উদ্বোধনী জুটি... চট্টগ্রাম টেস্টের মতো আরও অনেক জুটি লাগবে। তামিম ও মুশফিক ভালো ফর্মে আছে। কাজেই ভালো কিছু হতে পারে বলে মনে হয়। তবে ২০ রানে ৫ উইকেট, ২০ রানে ৪ উইকেট- এসব বন্ধ করতে হবে। এসব জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যায় না। এটি লম্বা সময় ধরে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

এসময় ধসের কারণ জানতে চাওয়া হলে টেস্ট ক্রিকেটের চাপের কথা উল্লেখ করে সিডন্স আরও বলেন, ‘এটিই টেস্টের চাপ। ব্যাটিংয়ের জন্য এটি কঠিন জায়গা। ইংল্যান্ডে চলমান টেস্টের কথাই দেখুন। দুই দলের ক্ষেত্রেই এটি হয়েছে। খেলাটিই এমন। নতুন বলে ব্যাটিং, দিনের শেষ ভাগে নতুন বলে ব্যাটিং সবসময় কঠিন।’

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।