বিশ্বকাপে ইউসুফের মোজা চুরি করেন শোয়েব আখতার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৪ জুন ২০২২

প্রায় দুই যুগ আগে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের (তখন নাম ছিল ইউসুফ ইউহানা) মোজা চুরি করেছিলেন পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতার। সম্প্রতি শোয়েব নিজেই জানিয়েছেন মজার সেই ঘটনা।

১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে আগে ব্যাট করা পাকিস্তানের সংগ্রহ ছিল ২২৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২০২ রানে, পাকিস্তান পেয়ে যায় ২৭ রানের জয়। শোয়েব সেদিন ৫৪ রানে নেন ২ উইকেট।

সেটিই ছিল বিশ্বকাপে শোয়েবের প্রথম ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার উত্তেজনায় মোজা নিতে ভুলে যান এ তরুণ ফাস্টবোলার। তাই একপ্রকার বাধ্য হয়েই চুপি চুপি ইউসুফের ব্যাগ থেকে মোজা চুরি করে সেই ম্যাচের জন্য কাজ চালান শোয়েব।

এসকে টেলস অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এটি আমার প্রথম বিশ্বকাপ ছিল এবং নিজের সামর্থ্যের ছাপ রাখতে আমি উদ্গ্রীব ছিলাম। সত্যি বলতে অনেক বেশি রোমাঞ্চিত ছিলাম। কারণ এতো দর্শক এসেছিল আমাকে দেখতে। অনেক ভারতীয় ও পাকিস্তানি এসেছিল মাঠে।’

শোয়েব আরও যোগ করেন, ‘ম্যাচটি সামনে রেখে আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎই দেখলাম মোজা আনতে ভুলে গেছি। তাই চুপিচুপি ড্রেসিংরুমে যাই এবং মোহাম্মদ ইউসুফের ব্যাগ থেকে পাওয়া মোজা পরে ফেলি। পরে ইউসুফ যখন টের পেলো, সে তাজ্জব বনে যায় যে মোজা কোথায় গেলো!’

মোজা চুরির সেই ঘটনার মজা এখানেই শেষ নয়। শোয়েব বলতে থাকেন, ‘একদিকে ম্যাচ শুরু হয়ে যাচ্ছিল, অন্যদিকে মোজা হারিয়ে অবাক ইউসুফ। সে সবার মোজা চেক করা শুরু করে দিলো। যখনই আমার কাছে এলো, তখন আমি রান-আপ নেওয়ার জন্য দৌড় দেই।’

শুধু ইউসুফের মোজা নয় অন্য আরেকজনের জুতা পরে সেদিন খেলেছিলেন শোয়েব, ‘পরে আমি ইউসুফকে পুরো ঘটনা খুলে বলি যে, আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্ত দলের বিপক্ষে খেলছি। তাই মানিয়ে নাও। তো শেষ পর্যন্ত আমি ইউসুফের মোজা ও অন্য আরেকজনের জুতা পরে খেলতে নামি।’

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।