আজকের ছয় উইকেটকেই এগিয়ে রাখবো: নাঈম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ১১:২১ পিএম, ১৬ মে ২০২২
নাঈম হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়ে কনিষ্ঠতম বোলার হিসেবে অভিষেকে ফাইফার নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছিলেন নাঈম হাসান। তিন ম্যাচ পর জিম্বাবুয়ের বিপক্ষে আবার ফাইফার নেন তিনি।

এরপর চোট, করোনার হানা, দল থেকে বাদ পড়ে মাঝে প্রায় ১৪ মাসের বেশি সময় ছিলেন না টেস্ট দলে। এবার মেহেদি হাসান মিরাজের ইনজুরিতে অপ্রত্যাশিতভাবেই ফিরেছেন দলে। ফেরার ম্যাচেই প্রায় ২৭ মাস পর আবারও ফাইফার নিলেন নাঈম।

চট্টগ্রামের এ তরুণের ঘূর্ণিতেই চারশর আগে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। রোববার ম্যাচের প্রথম দিন দুই উইকেটের পর আজ আরও চার উইকেট নিয়েছেন তিনি। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে হওয়ায় এবারের ফাইফারকেই এগিয়ে রাখছেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিন ফাইফারের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন জিজ্ঞেস করা হলে নাঈম বলেন, ‘আসলে এগিয়ে রাখা বলতে..., সব পাঁচ উইকেটই তো অন্যরকম। বিশেষত এটা খুব ভালো উইকেটে পাঁচ উইকেট পেয়েছি, এজন্য একটু এগিয়ে রাখবো।’

এ উইকেটে বোলিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়ে তিনি বলেছেন, ‘আসলে এই উইকেটে চিন্তা ছিল ভালো জায়গায় বোলিং করা। বেশি ফ্লাইট দিলেও তো সমস্যা। আমি চেষ্টা করেছি ফ্লাইট দেওয়ার। গতকাল একটু ফ্লাইট দিয়েছিলাম। আজকের লক্ষ্য ছিল ভালো জায়গায় জোরের ওপর বল করা।’

এসএএস/আইএইচএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।