শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতেই খেলবে বাংলাদেশ
গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা বেশ ভালো করেছিল বাংলাদেশ দল। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পাশাপাশি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসদের ফিফটিতে সিরিজের প্রথম ম্যাচ ছিল ড্র।
তবে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয় দ্বিতীয় ম্যাচে, মেলে ২০৯ রানের বড় পরাজয়। এবার ফিরতি সফরে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী মঙ্গলবার (১৫ মে) থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেছেন টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স। লক্ষ্য অর্জন যে সহজ হবে না সেটি জানেন তিনি। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় সবসময়ই সব ম্যাচ জেতার বাড়তি তাড়না কাজ করে বিধায় আশাবাদী সিডন্স।
তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা খুব ভালো বোলিং সাইড। ওদের ব্যাটিংও অনেক ভালো। তাই আমাদেরকে নিজেদের সেরা খেলা খেলতে হবে টেস্ট ম্যাচ জিততে। আমাদের লক্ষ্য অবশ্যই ঘরের মাঠে এ দুই টেস্ট জেতা। আমরা সবসময় ঘরের মাঠে সব ম্যাচ জিততে চাই।’
সিডন্স আরও যোগ করেন, ‘বাস্তবতা হলো সবসময় ঘরের মাঠে জেতা হয় না। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা এই দলের বিপক্ষে আত্মবিশ্বাসী। চট্টগ্রামে ভালো ক্রিকেট খেলেছি আমরা। তো এটিই আমাদের চ্যালেঞ্জ যে, পাঁচদিনই যেনো আমরা ভালো খেলি। পরে দেখা যাবে শেষে কী হয়।’
দুই ম্যাচই জেতার কথা বললেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শেষ সিরিজটি মোটেও ভালো কাটেনি। দক্ষিণ আফ্রিকা সফরে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচে হারতে হয়েছে বড় ব্যবধানে। এরপর দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে খেলায় লাল বলে অনুশীলনের সুযোগ পাননি ক্রিকেটাররা।
তাই এবার শ্রীলঙ্কা সিরিজের আগে অনুশীলনে কোন বিষয়ে মনোযোগ দেওয়া হচ্ছে জানতে চাইলে সিডন্স বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই দেশে ফেরার পর প্রিমিয়ার লিগে রান করেছে। তারা অন্তত ব্যাটিং করছিল, রান পাচ্ছিল, আত্মবিশ্বাসও বাড়ছিল। এখানেও আমরা বেশ ভালো ৪-৫ দিনের সেশন করলাম। আমরা ব্যাটিং নিয়ে অনেক কথা বলেছি, আরও অনেক কথা হবে।’
তিনি আরও যোগ করেন, ‘সামনে আরও তিনদিন বাকি আছে অনুশীলন। আমি মনে করি দক্ষিণ আফ্রিকা সফরের পর এটি যথেষ্ট। দক্ষিণ আফ্রিকায় লম্বা সফর ছিল। আমার মতে, সফল একটি সফর, ওয়ানডে দলের কল্যাণে। টেস্টে হয়তো খুব একটা ভালো খেলতে পারিনি। তবে ক্রিকেটে এমন হয়। আপনার ভালো দিন যাবে, খারাপ দিন যাবে।’
‘তবু আমি মনে করি সেই দুই ম্যাচেও ভালো খেলেছি আমরা। তাইজুল এক ম্যাচে ৯ উইকেট পেয়েছে, জয় দারুণ এক সেঞ্চুরি করেছে... তার ক্যারিয়ারের শুরুর দিকেই... আমরা প্রথম ইনিংসে দারুণ কিছু শুরু পেয়েছিলাম কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারিনি। তো এদিকেই মনোযোগ। প্রথম ইনিংসে আরও বড় সংগ্রহ দাঁড় করানোই হয়তো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।’
এসএএস/এএসএম