টানা পাঁচ হারের পর জয়ের খোঁজে ফিল্ডিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০২ মে ২০২২

শুরুটা হয়েছিল বেশ ভালো। প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। অতঃপর ছন্দপতন। টানা পাঁচ ম্যাচ হেরে প্লে-অফ খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছে তাদের। সেরা চারে থাকতে শেষ পাঁচ ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে তাদের।

সেই মিশনে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। এখন পর্যন্ত নয় ম্যাচে তিন জয়ে আট নম্বরে রয়েছে তারা। অন্যদিকে সমান ম্যাচে ছয় জয়ে তিন নম্বরে রয়েছে রাজস্থান।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্স একাদশ: অ্যারন ফিঞ্চ, অনুকূল রয়, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিত (উইকেটরক্ষক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনিল নারিন, উমেশ যাদব, টিম সাউদি ও শিভাম মাভি।

রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), করুন নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রাসিদ কৃষ্ণা, ইয়ুজভেন্দ্র চাহাল ও কুলদিপ সেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।