পাকিস্তান জুনিয়র লিগের প্রথম আসর শুরু অক্টোবরে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০২২

অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো হতে যাওয়া পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) ক্রিকেটের সূচি ঠিক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হবে ছয় দল ও ১৯ ম্যাচের পিজেএলের প্রথম আসর।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে এই টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিল পিসিবি। সেখান থেকে অন্তত ২৪টি প্রতিষ্ঠান বিভিন্নভাবে পিজেএলের সঙ্গে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

এর মধ্যে পাকিস্তান সুপার লিগে থাকা তিনটি দল পিজেএলেও দল কেনার আগ্রহ প্রকাশ করেছে। পিসিবি ধারণা করছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার মতো যথেষ্ট কাজ করেছে তারা। পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের মেন্টর ও কোচ হিসেবে পাওয়ার আশায় রয়েছে তারা।

সপ্তাহ দুয়েক আগে এই পিজেএলের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। মূলত ১৫ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটারদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করার লক্ষ্যেই আয়োজন করা হবে এ টুর্নামেন্ট। যেখানে পাকিস্তানি যুবাদের সঙ্গে সুযোগ দেওয়া হবে বিদেশি ক্রিকেটারদেরও।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।