কাজী সালাউদ্দিনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৭ এপ্রিল ২০২২

টানা তিনবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়ে কাজী মো. সালাউদ্দিন হ্যাটট্রিক করেছিলেন আগেই। এবার তিনি চতুর্থবারের মতো হতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল সংগঠনের প্রধান। আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য সাফের নির্বাচনে তিনি যে একাই প্রার্থী।

সবকিছু ঠিকঠাক। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। বাফুফের মতো কাজী সালাউদ্দিন সাফেও চতুর্থবারের মতো বসছেন বড় চেয়ারে।

কাজী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হতে যাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দনবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘কাজী মো. সালাউদ্দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আমি আশা করি তার যোগ্য নেতৃত্ব দক্ষিণ এশিয়া অঞ্চল এবং দেশের ফুটবল আরও এগিয়ে যাবে।’

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।