কলকাতার বিপক্ষে ব্যাটিংয়ে হার্দিক পান্ডিয়ার গুজরাট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০২২

টস জিতে আগে ফিল্ডিং নেওয়া একপ্রকার রীতিতে পরিণত হয়েছিল চলতি আইপিএলে। অবশেষে সেটি ভাঙলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামবে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা গুজরাট।

এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের পাঁচটি জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস জিতেছে সাত ম্যাচে পাঁচটি। অন্যদিকে সাত ম্যাচে তিন জয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে কলকাতা।

আজকের ম্যাচে দুই দলের একাদশেই আছে পরিবর্তন। গুজরাট একাদশে বিজয় শংকরের জায়গায় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।

কলকাতা বদলেছে তাদের তিন খেলোয়াড়কে। একাদশে জায়গা হারিয়েছেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স ও শেলডন জ্যাকসন। তাদের জায়গায় এসেছেন টিম সাউদি, স্যাম বিলিংস ও রিংকু সিং।

গুজরাট টাইটান্স একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, ইয়াশ দয়াল ও আলজারি জোসেফ।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেংকটেশ আইয়ার, সুনিল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, টিম সাউদি, উমেশ যাদব, বরুন চক্রবর্তী ও শিভাম মাভি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।