নিষিদ্ধ হলেন মোস্তাফিজদের কোচ, বড় জরিমানা অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৩ এপ্রিল ২০২২

শুক্রবার রাতে আইপিএলের হাই স্কোরিং ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ১৫ রানে হেরেছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। ম্যাচটিতে জয়-পরাজয় ছাপিয়ে গেছে শেষ ওভারের নো বল বিতর্ক। যেখানে প্রতিবাদ করে শাস্তির মুখোমুখি দিল্লির কোচ-অধিনায়ক।

রাজস্থানের করা ২২২ রানের জবাবে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দিল্লির। শেষ ওভার করতে আসা ওবেদ ম্যাকয়ের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রোভম্যান পাওয়েল। তখনই ঘটে আলোচিত ঘটনাটির।

ম্যাকয়ের করা সেই ওভারের তৃতীয় বলটি ছিল হাই ফুল টস। যা দারুণ দক্ষতায় ছক্কা হাঁকান পাওয়েল। তবে নন স্ট্রাইকে থাকা কুলদ্বীপ যাদবের মনে হয়, সেটি ছিল কোমর উচ্চতার নো বল। তাই সঙ্গে সঙ্গে নো বলের জন্য আবেদন করেন তিনি, যোগ দেন পাওয়েলও।

কিন্তু মাঠের দুই আম্পায়ার নিতিন মেনন ও নিখিল পাটওয়ারধন নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। তখন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত মাঠের দুই ব্যাটার কুলদ্বীপ ও পাওয়েলকে ম্যাচ রেখে চলে আসতে বলেন। দলের সহকারী কোচ প্রবীণ আম্রে মাঠে ঢুকে কথা বলেন আম্পায়ারদের সঙ্গে।

যা কি না মোটেও ভালোভাবে নেয়নি আইপিএল গভর্নিং কাউন্সিল। তাই অধিনায়ক পান্ত ও সহকারী কোচ আম্রে পেয়েছেন বড় শাস্তি। দুজনেরই কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফি'র পুরো ১০০ শতাংশ। পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আম্রেকে।

অন্যদিকে অখেলোয়াড়োচিত আচরণ করা দিল্লির পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে তার ম্যাচ ফি'র ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। দিল্লির অভিযুক্ত তিনজনই নিজেদের অপরাধ ও শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।