দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে মাঠে লিটন-মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৪ এপ্রিল ২০২২

টেস্ট সিরিজের হতাশা সঙ্গী করে বুধবার সকালে দেশে ফিরেছে দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ দলে থাকা প্রথম বহর। যেখানে ছিলেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহানরা।

দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই নিজ নিজ দলের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে গেছেন লিটন, মুমিনুল ও মাহমুদুল জয়। তিনজনই খেলছেন আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংকের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিতে। যেখানে আগে ব্যাট করছে আবাহনী।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রাইম ব্যাংক। তাদের হয়ে এবারের লিগে প্রথমবারের মতো খেলতে নেমেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে আবাহনীর জার্সিতে খেলছেন লিটন ও জয়।

আগের ম্যাচগুলোতে আবাহনীর হয়ে ইনিংস সূচনা করা মুনিম শাহরিয়ার ও নাইম শেখের জায়গায় দলে ঢুকেছেন লিটন ও জয়। জাকের আলি অনিকের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল জয়কে। নতুনভাবে তার শুরুটাও বেশ ভালো ছিল।

কিন্তু রাকিবুল হাসানের করা অষ্টম ওভারের প্রথম বলে স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়ে যান জয়। তার ব্যাট থেকে আসে তিন চারের মারে ১৯ বলে ২১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪৯ রান করেছে আবাহনী। জাকের ১৯ ও লিটন ৫ রান নিয়ে খেলছেন।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।