কলকাতার বোলারদের ছাতু বানিয়ে রানপাহাড়ে দিল্লি
উদ্বোধনী জুটিতে ঝড় তুললেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। যা চলমান রাখলেন অধিনায়ক রিশাভ পান্ত। আর শেষে দলের প্রত্যাশামাফিক ফিনিশিং দিলেন শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেল। সবমিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানপাহাড়ে চড়েছে দিল্লি ক্যাপিট্যালস।
পরপর দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ কলকাতার মুখোমুখি হয়েছে দিল্লি। মুম্বাইয়ে ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ম্যাচ জিততে ২১৬ রান প্রয়োজন কলকাতারা।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার পৃথ্বি ও ওয়ার্নার মিলে মাত্র ৮.৪ ওভারেই গড়েন ৯৩ রানের উদ্বোধনী জুটি। কলকাতার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন পৃথ্বি। নবম ওভারে আউট হওয়ার আগে ৭ চার ও ২ ছয়ের মারে ২৯ বলে ৫১ রান করেন তিনি।
এমন ঝড়ো শুরুর পর নিজেকে প্রমোশন দিয়ে তিন নম্বরে নেমে যান দিল্লি অধিনায়ক পান্ত। এবার ওয়ার্নারের সঙ্গে তার জুটি হয় ৫৫ রানের। তাও কি না মাত্র ৪.১ ওভারে! সাইক্লোনের আভাস দিলেও অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি পান্ত। তিনি আউট হন ২টি করে চার-ছয়ের মারে ১৪ বলে ২৭ রান করে।
আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার নিজের ফিফটি পূরণ করেন ৩৫ বল খেলে। তিনি সাজঘরে ফেরেন ১৭তম ওভারে। আউট হওয়ার আগে ৬ চার ও ২ ছয়ের মারে ৪৫ বলে ৬১ রান করেন ওয়ার্নার। মাঝে ললিত যাদব ৪ বলে ১ ও রভম্যান পাওয়েল ৬ বলে ৮ রান করে ফিরে যান।
এরপর শেষের তাণ্ডব চালান অক্ষর ও শার্দুল। এ দুজনের অবিচ্ছিন্ন জুটিতে শেষ ২০ বলে আসে ৪৯ রান। অক্ষর ২ চার ও ১ ছয়ে ১৪ বলে ২২ এবং শার্দুল ১ চার ও ৩ ছয়ে মাত্র ১১ বলে করেন ২৯ রান। যা দলকে পৌঁছে দেয় ২১৫ রানের বিশাল সংগ্রহে।
কলকাতার বোলারদের মধ্যে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ২ উইকেট নেন সুনিল নারিন। এছাড়া উমেশ যাদব ৪ ওভারে ৪৮, প্যাট কামিন্স ৪ ওভারে ৫১ ও ভরুন চক্রবর্তী ৪ ওভারে খরচ করেন ৪৪ রান।
এসএএস/জিকেএস