শেষ দুই বলে দুই ছক্কা, অনন্য রেকর্ড তেওয়াতিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৯ এপ্রিল ২০২২

শেষ ওভারে প্রয়োজন ১৯ রান, প্রথম চার বলে এলো মাত্র ৭ রান। ফলে দুই বলে বাকি আরও ১২ রান। স্ট্রাইকে কি না মাত্র এক বল খেলা নতুন ব্যাটার রাহুল তেওয়াতিয়া! ফলে জয়ের পাল্লা ভারি ছিলো ফিল্ডিংয়ে থাকা পাঞ্জাব কিংসের দিকেই।

কিন্তু ভিন্ন ভাবনাই ছিলো গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার। শেষ ওভারের পঞ্চম ও শেষ বলে যথাক্রমে ডিপ মিড উইকেট ও কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকিয়ে গুজরাটকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দেন তেওয়াতিয়া। যার সুবাদে টানা তিন জয়ে হ্যাটট্রিক করে ফেললো গুজরাট।

আর শেষ দুই বলে দুই ছক্কা হাঁকানোর মাধ্যমে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন তেওয়াতিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর কৃতিত্ব দেখালেন ২৮ বছর বয়সী এ বাঁহাতি অলরাউন্ডার।

সর্বপ্রথম ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান মিচেল মার্শ। এরপর ২০১৬ সালের আইপিএলে কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে একই কীর্তি গড়েন মহেন্দ্র সিং ধোনি।

এছাড়া বিশ্বের মাত্র দশম ব্যাটার হিসেবে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন তেওয়াতিয়া। অন্য নয় জন আন্দ্রে অ্যাডামস (২০০৭), অরুন কার্তিক (২০১১), ড্যারেন ব্রাভো (২০১৪), আন্দ্রে রাসেল (২০১৪), মিচেল মার্শ (২০১৪), আজহার মাহমুদ (২০১৫), এমএস ধোনি (২০১৬), স্টুয়ার্ট পয়েন্টার (২০১৯) ও ট্রেন্ট বোল্ট (২০২১)।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।