প্রথম জয়ের খোঁজে হায়দরাবাদের লক্ষ্য ১৭০

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২২

প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের দেওয়া ২১১ রানের লক্ষ্যে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আজ (সোমবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে অত দূর যেতে দেয়নি তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে লোকেশ রাহুলের দল।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তেই ৩ উইকেট হারিয়ে ফেলে লখনৌ। সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক (১), এভিন লুইস (১) ও মনীশ পান্ডে (১১)। ছয় ওভারে লখনৌয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩২ রান।

সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুদা। দুজনই তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে দলীয় ১১৪ রানের মাথায় আউট হন ৩৩ বলে ৫১ রান করা হুদা। তার বিদায়ে ভাঙে ৮৭ রানের জুটি।

এরপর ঝড় তোলেন রাহুল। শুরুতে ধীরে খেলে ৪০ বলে করেন ব্যক্তিগত ফিফটি। পরে ৯ বল থেকে করেন আরও ১৮ রান। শেষ পর্যন্ত ১৯তম ওভারের প্রথম বলে তাকে সাজঘরে পাঠান নাটরাজন। লখনৌ অধিনায়কের ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৮ রান।

একই ওভারে ক্রুনাল পান্ডিয়াকেও ফেরান নাটরাজন। তবে শেষ ওভারে একটি করে চার-ছয়ের মারে ১৫ রান তুলে নেন আয়ুশ বাদোনি ও জেসন হোল্ডার। যা দলকে পৌঁছে দেয় ১৬৯ রানে। হোল্ডার ৩ বলে ৮ ও বাদোনি করেন ১২ বলে ১৯ রান।

হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাটরাজন, ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।