লখনৌকে ব্যাটিংয়ে পাঠালো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৪ এপ্রিল ২০২২

প্রথম জয়ের খোঁজে নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে লখনৌকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে একটি জয় পেয়েছে আইপিএলের এবারের আসরের নবাগত দল লখনৌ। নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের করা ২১০ রানের সংগ্রহ সহজেই টপকে গেছে লোকেশ রাহুলের দল। তবে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল তারা।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা নিজেদের একমাত্র ম্যাচেও ২১১ রানের লক্ষ্য পেয়েছিল হায়দরাবাদ। কিন্তু তারা সেদিন থেমে যায় মাত্র ১৪৯ রানে। ফলে ৬১ রানের বিশাল পরাজয়ে এখনও পয়েন্ট টেবিলের তলানিতে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

শেষ ম্যাচ জিতলেও এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে লখনৌ। শ্রীলঙ্কার পেসার দুশমন্থ চামিরার জায়গায় তারা নিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে। অন্যদিকে আগের ম্যাচে পরাজিত হলেও অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাথি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

লখনৌ সুপার জায়ান্টস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মনিশ পান্ডে, দীপক হুদা, আয়ুস বাদোনি, জেসন হোল্ডার, ক্রুনাল পান্ডিয়া, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণুই, আভেশ খান।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।