ঢাকার যানজটে অতিষ্ঠ ভারতের তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ৩০ মার্চ ২০২২

গত ১৫ মার্চ পুরোদমে সবকিছু খুলে দেওয়ার পর থেকে প্রতিটি কার্যদিবসেই তীব্র যানজটের মুখে পড়ছে রাজধানী ঢাকার মানুষরা। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এর সঙ্গে মাত্রাতিরিক্ত গরমের কারণে অতিষ্ঠ অবস্থায় পড়তে হয় সবাইকে।

এবার সেই অভিজ্ঞতাই পেলেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসা ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারি। নিজের কাজে বের হওয়ার পর দুই ঘণ্টা ধরে একই জায়গায় বসে থেকে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হনুমা।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে পোস্ট করেছেন ভারতের হয়ে ১৫ টেস্ট খেলা এ ডানহাতি মিডলঅর্ডার ব্যাটার। জীবনে কখনও এমন যানজট দেখেননি বলেই লিখেছেন তিনি।

ঢাকার তীব্র জ্যামের একটি ছবি আপলোড করে হনুমা লিখেছেন, ‘ঢাকায় গত দুই ঘণ্টা ধরে ঠিক একই জায়গায় বসে আছি। ভয়াবহ যানজট। খুব সম্ভবত এর চেয়ে বাজে অভিজ্ঞতা আর কখনও হয়নি।’

উল্লেখ্য, আবাহনীর হয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে বাংলাদেশে এসেছেন হনুমা। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৮, ৩ ও ৪৫ রানের ইনিংস। নিঃসন্দেহে তার কাছ থেকে আরও ভালো ইনিংসের প্রত্যাশাই রয়েছে আকাশী নীলদের।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।