সাত নতুন মুখ নিয়ে আইপিএল শুরু করলো রাজস্থান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২২

একসঙ্গে সাত খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে আইপিএলের নতুন আসরে যাত্রা শুরু করলো রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটিতে বিদেশি খেলোয়াড়ও আছেন একজন কম।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার দলে বিদেশি কোটা আছে পরিপূর্ণ।

রাজস্থান দলের হয়ে প্রথমবারের মতো খেলতে নামছেন দেবদূত পাডিকাল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, নাথান কাউল্টার নাইল, ইয়ুজভেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রাসিধ কৃষ্ণা।

অন্যদিকে হায়দরাবাদ একাদশে থাকা রোমারিও শেফার্ড প্রথমবারের মতো আইপিএল খেলতে নামছেন।

রাজস্থান রয়্যালস একাদশ: যশবি জাসওয়াল, জস বাটলার, দেবদূত পাডিকাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নাথান কাউল্টার নাইল, ইয়ুজভেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রাসিধ কৃষ্ণা।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসুই নাটরাজন ও উমরান মালিক।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।