পাকিস্তান হারলেও বেজায় খুশি শোয়েব আখতার
প্রথম দুই টেস্ট নিষ্ফলা ড্র হওয়ার পর অবশেষে লাহোরে সিরিজের তৃতীয় ম্যাচে এসেছে ফল। স্বাগতিক পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিন ১৬২ রানে ১০ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেছে তারা।
নিজেদের ঘরের মাঠে সিরিজ হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তোপের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সব ম্যাচ ড্র করার নেতিবাচক ভাবনা নিয়ে খেলতে নামায় পাকিস্তান ক্রিকেট দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘খুবই হতাশাজনক সিরিজ, একদম নির্বোধের মতো খেলা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজম্যান্ট- উভয়ই সিরিজ ড্র করার কথা ভেবেছে। তারা চেয়েছে আমরা জিতবো না, ওরাও জিতবে না। স্রেফ ড্র দিয়েই সিরিজ শেষ করে দেওয়া যাক।’
তবে এর মাঝেও সিরিজ জিতে নেওয়ায় অসিদের প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব। পাশাপাশি প্রথমবারের মতো পাকিস্তানে গিয়ে জিততে পারায় অস্ট্রেলিয়ার জন্য সত্যিই খুশি বলে জানান তিনি।
শোয়েবের ভাষ্য, ‘অস্ট্রেলিয়ার জন্য টুপিখোলা সম্মান। আমি সত্যিই তাদের জন্য অনেক খুশি। এটি তাদের ঘরের মাঠ নয়। দলের কোনো খেলোয়াড় আগে পাকিস্তানে খেলেনি। তারা এখানে এসেছে এবং সাহসী ক্রিকেট খেলেছে।’
তিনি আরও যোগ করেন, ‘বোলাররা জানতো না, এসব কন্ডিশনে ঠিক কখন বল রিভার্স করে। তবু মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই স্কিল রপ্ত করেছে। নাথান লিয়ন, যে আগে কখনও পাকিস্তান সফর করেনি, সেও ৫ উইকেট নিয়েছে।’
এসএএস/এএসএম