ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ ও সিরিজসেরা তাসকিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ পিএম, ২৩ মার্চ ২০২২

ওয়ানডে অভিষেকে ভারতকে ১০৫ রানে অলআউট করার পথে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবু মুখে হাসি কিংবা ম্যাচসেরার পুরস্কার নিয়ে মাঠ ছাড়তে পারেননি এ তরুণ ডানহাতি পেসার। কেননা ২০১৪ সালের সেই ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।

আট বছর আগে সেদিন জয় না পেলেও, আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটাররা কোনো ভুল করেননি। যার সুবাদে তাসকিনের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের পর জয় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। জয়ের মূল নায়ক ২৬ বছর বয়সী পরিণত তাসকিন।

দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। যার সুবাদে তার হাতেই উঠেছে আজকের ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, প্রথম ম্যাচেও তিন উইকেট নেওয়ার সুবাদে সিরিজসেরার পুরস্কারটিও জিতেছেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ ও সিরিজসেরা তাসকিন

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক মাঠে হওয়া সিরিজের প্রথম ম্যাচটিতে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। বাংলাদেশের ৩৮ রানের জয়ে যখন প্রয়োজন ঠিক তখনই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাসকিন।

কিন্তু সেদিন ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের অতি কার্যকরী ইনিংস খেলায় যোগ্যতর হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে। আজ বল হাতে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।

কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নেওয়া তাসকিন। তাই তার হাতেই উঠেছে শুধু ওয়ানডে ক্যারিয়ার নয়, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম ম্যাচসেরার পুরস্কার। পাশাপাশি নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজসেরার পুরস্কার জিতলেন তাসকিন।

এসএএস/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।