বিদেশি লিগের আগে দেশকে বেছে নাও: লারা
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ শুরুর পর থেকে সব দেশেই তৈরি হচ্ছে ‘বিদেশি লিগ বনাম দেশের খেলা’ বিষয়ক পরিস্থিতি। যেখানে কখনও দেশের খেলা, আবার কখনও বিদেশি লিগ প্রাধান্য পেয়ে থাকে। এক্ষেত্রে ব্রায়ান লারার পরামর্শ সবার আগে দেশকে বেছে নেওয়ার।
আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদ দলের কৌশলগত পরামর্শক হিসেবে রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি লারা। আসর শুরুর আগে এক সাক্ষাৎকারে তরুণ খেলোয়াড়দের জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেন, ‘দেশের হয়ে খেলা সবসময় সবার আগে আসা উচিত। কারণ আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছি বলেই আমার সামনে অন্যান্য সব সুযোগ তৈরি হয়েছে। এখন তরুণ খেলোয়াড়দের টেস্ট ছেড়ে দিতে দেখে হতাশ লাগে।’
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পরামর্শ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘আইসিসির এমন একটি নিয়ম করা উচিত যে, কোনো টি-টোয়েন্টি লিগে খেলার আগে অবশ্যই দেশের হয়ে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হবে। এ বিষয়ে কিছু একটা তো করতে হবে।’
এসএএস/জেআইএম