প্রথম ফিফটির দেখা পেয়েই আউট হলেন ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৮ মার্চ ২০২২

অভিষেক হয়েছিল তার ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। এর মধ্যে ব্যাট করার সুযোগ পেলেন ২ ম্যাচে। নামের পাশে রান সংখ্যা? মাত্র ১। যে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে একটিতে আউট হলেন কোনো রান না করেই, অন্যটিতে আউট হয়েছিলেন ১ রান করে। অভিষেকে কোনো রানই করতে পারেননি তিনি।

৩ ম্যাচে যার নামের পাশে মাত্র ১ রান, তার ওপর আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। হারিয়ে যেতে দেননি। সুযোগ দিয়েছেন নিজেকে চেনানোর। দক্ষিণ আফ্রিকার মত কঠিন কন্ডিশনেও তাকে একাদশে রেখে সুযোগ দিলো টিম ম্যানেজমেন্ট।

তার ওপর যে আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট, সে আস্থার দারুণ প্রতিদান দিলেন ইয়াসির আলী রাব্বি। ৪৩ বলে খেললেন ৫০ রানের দারুণ এক ইনিংস। তবে, ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়ে তাকে আর লম্বা করতে পারেননি। পরের বলেই আউট হয়ে গেলেন তিনি। কাগিসো রাবাদার হাতে দিলেন রিটার্ন ক্যাচ।

দলীয় ১২৪ রানে মুশফিকুর রহিম আউট হওয়ার পর ব্যাট করতে নামেন ইয়াসির। এরপর সাকিব আল হাসানের সঙ্গে মিলে গড়েন ১১৫ রানের এক অনবদ্য জুটি। এরই মধ্যে সাকিব আল হাসানও পেয়ে যান ফিফটির দেখা।

ক্যারিয়ারে ৫০টি ফিফটি করার রেকর্ড গড়েন সাকিব। তার ফিফটির ফিফটির দিনে ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পান ইয়াসির। ৪৪ বলে ৪টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন ইয়াসির আলী রাব্বি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।