এ আর রহমানের কনসার্টের কারণে বদলে যেতে পারে লিগের ভেন্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১২ মার্চ ২০২২

করোনা বাদ না সাধলে হয়তো আগেই অনুষ্ঠিত হয়ে যেত। ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষভাবে রচিত সঙ্গীতানুষ্ঠান। যেখানে গান পরিবেশন করার কথা ছিল বর্তমান সময়ে উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ সংগীতজ্ঞ এ আর রহমান।

করোনার ভয়াল থাবায় বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের যে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আয়োজন করা সম্ভব হয়নি।

তবে ভেতরের খবর, এবার স্বাধীনতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাস মার্চে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষভাবে সেই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে ঢাকায়। যেখানে ভারতের বিখ্যাত শিল্পী এ আর রহমানই গান পরিবেশন করার কথা রয়েছে।

বিসিবি ও সিসিডিএমের উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্রে জানা গেছে, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সেই সঙ্গীত পরিবেশনসহ কনসার্ট করবেন এ আর রহমান।

কনসার্টের কারণে তখন দু’দিন মিরপুরের হোম অব ক্রিকেটে প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকতে পারে।

এ ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এ আর রহমানের কনসার্টের কারণে শেরে বাংলায় দুদিন প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকবে কি না।

তবে তিনি যোগ করেন, ‘সম্ভাবনা আছে। সে কারণেই যে ২৫ ও ২৬ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে’ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।