তিন টপ অর্ডারের ব্যাটে ভারতের রানোৎসব
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এরই মধ্যে ভারত ছেড়ে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়রা যেতে না যেতেই ভারত সফরে শ্রীলঙ্কা এবং আজই শুরু হয়ে গেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
লখনৌতে চলছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তিন টপ অর্ডারের ব্যাটে রীতিমত রানোৎসব করেছে ভারত। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে রোহিত শর্মার দল। জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যে ব্যাট করছে লঙ্কানরা।
টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিশান মিলে ১১১ রানের বিশাল জুটি গড়ে তোলেন। ৩২ বল খেলে ৪৪ রান করে আউট হন রোহিত শর্মা।
ইশান কিশান খেলেন ৫৬ বলে ৮৯ রানের এক ঝড়ো ইনিংস। ১০টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। স্রেয়াশ আয়ার অপরাজিত থাকেন ২৮ বলে ৫৭ রানে। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। রবিন্দ্র জাদেজা ব্যাট করতে নেমে ৩ রানে অপরাজিত থাকেন।
লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা এবং দাসুন শানাকা ১টি করে উইকেট লাভ করেন।
আইএইচএস/