দেখে নিন পিএসএল প্লে-অফের সূচি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

দেখতে দেখতে প্রায় শেষের পথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের এবারের আসর। এরই মধ্যে হয়ে গেছে প্রথম রাউন্ডের সব ম্যাচ। এখন বাকি রয়েছে শুধু প্লে-অফ পর্বের ম্যাচগুলো। যা শেষে জানা যাবে, টুর্নামেন্টের সপ্তম আসরের জয়ী দলের নাম।

আগেই জানা গিয়েছিল, কোন চার দল খেলবে এবারের আসরের প্লে-অফে। তবে সোমবার রাতে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মূলত পয়েন্ট টেবিলের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য। যেখানে লাহোর কালান্দার্সকে হারিয়েও লাভ হয়নি পেশোয়ার জালমির।

প্রথম রাউন্ডে ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ছিল মুলতান সুলতানস। দুই ও তিন নম্বর স্থানে থাকা লাহোর ও পেশোয়ারের সংগ্রহ সমান ১২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর, তৃতীয় পেশোয়ার।

এর বাইরে সমান ৮ পয়েন্ট রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং ইসলামাবাদ ইউনাইটেডেরও। কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে কোয়েটার, চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

আজ (মঙ্গলবার) একদিন বিরতির পর বুধবার থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। কোয়ালিফায়ার ম্যাচে লড়বে শীর্ষ দুই দল মুলতান ও লাহোর। এদের মধ্যে জয়ী দল পৌঁছে যাবে সরাসরি ফাইনালে আর পরাজিত দল পাবে দ্বিতীয় এলিমিনেটরের টিকিট।

বৃহস্পতিবার প্রথম এলিমিনেটর ম্যাচে লড়বে পেশোয়ার ও ইসলামাবাদ। এদের মধ্যে পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল দ্বিতীয় এলিমিনেটরের মুখোমুখি হবে কোয়ালিফায়ারে হেরে যাওয়ার দলের।

দ্বিতীয় এলিমিনেটর ম্যাচটি হবে শুক্রবার। আর সবশেষ রোববার হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

একনজরে পিএসএল প্লে-অফের সূচি

কোয়ালিফায়ার
২৩ ফেব্রুয়ারি: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স (রাত ৮.৩০)

প্রথম এলিমিনেটর
২৪ ফেব্রুয়ারি: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৮.৩০)

দ্বিতীয় এলিমিনেটর
২৫ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার পরাজিত বনাম প্রথম এলিমিনেটর জয়ী (রাত ৮.৩০)

ফাইনাল
২৭ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় এলিমিনেটর জয়ী (রাত ৮.৩০)

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।