পিএসএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ইংলিশ তরুণ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

ইনিংসের শুরুর ২.৩ ওভারের ভেতরেই সাজঘরে তিন ব্যাটার। স্কোরবোর্ডে তখন মোটে ১২ রান। সেখান থেকে পরের ১৭.৩ ওভারে আরও ১৮৫ যোগ করে লাহোর কালান্দার্স। যার মূল কারিগর ইংল্যান্ডের ২২ বছর বয়সী তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।

শনিবার রাতে পাকিস্তান সুপার লিগের ম্যাচে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরিতেই ১৯৭ রানের বিশাল সংগ্রহ পায় লাহোর। জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৩১ রান। ফলে ৬৬ রানের বড় জয়ে একপ্রকার নিশ্চিত হয়ে গেছে লাহোরের শীর্ষ দুইয়ে থাকা।

মাত্র ১২ রানে ৩ উইকেট পতনের পর ফাখর জামানের সঙ্গে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন ব্রুক। দুজনের ১০.৩ ওভারের জুটিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্বটা নেন ব্রুক। অন্যপাশে উইকেট বাঁচিয়ে খেলতে থাকেন বাঁহাতি ওপেনার ফাখর।

ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ৪১ বলে ৫১ রান করেন পাকিস্তানি ওপেনার। অন্যদিকে মাত্র ২৭ বলে ফিফটি করার পর, সেঞ্চুরি পেতে মোট ৪৮ বল খরচ করেন ব্রুক। শেষ পর্যন্ত ১০ চার ও ৫ ছয়ের মারে ৪৯ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি।

ব্রুকের এই ৪৮ বলে সেঞ্চুরি পিএসএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। ২০২০ সালের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন মুলতান সুলতানসের দক্ষিণ আফ্রিকান তারকা রাইলি রুশো। এছাড়া ৫০ বা তার কম বলে সেঞ্চুরির রেকর্ড আছে আরও ৪ জনের।

ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরির পর ইসলামাবাদের ব্যাটারদের নিয়ে ছেলেখেলাই করেন লাহোরের বোলাররা। রশিদ খান, জামান খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফরা প্রত্যেকে নেন ২টি করে উইকেট। যার সুবাদে ইসলামাবাদকে ১৩১ রানেই আটকে ৬৬ রানের জয় পায় লাহোর।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।