তিনজনের অবদানেই বরিশাল আজ ফাইনালে, কোন সেই তিনজন?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

ফাইনালে জিতবে কে? ফরচুন বরিশাল নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স? শুক্রবার রাতে শেরে বাংলায় বিপিএল ট্রফি উঁচিয়ে গর্বের হাসি হাসবেন কে? সাকিব আল হাসান না ইমরুল কায়েস?

যদিও নিজ দল বরিশালকে নিয়ে অনেক বেশি আস্থা উইকেরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। ফাইনালের আগেরদিন কথা শুনে মনে হচ্ছে, তার দল ভালো ছন্দে আছে। একটানা অনেকগুলো ম্যাচ জিতেছে। সেটাই ফাইনালে বরিশালের অনেক বড় শক্তি।

সে কারণেই সোহানের মুখে এমন কথা, ‘আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।'

শুরুতে ভালো করতে না পারলেও একটানা অনেকগুলো ম্যাচ জিতেই ফাইনালে বরিশাল। কীভাবে সম্ভব হলো এতগুলো ম্যাচ জেতা? শুধুই কি সাকিব আল হাসানের একক নৈপুণ্য? তার অলরাউন্ড পারফরম্যান্সটাই কী সব? নাকি ভালো করার পেছনে আরও কোনো কারণ আছে?

হেড কোচ খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমও অধিনায়ক সাকিবের সঙ্গে সাফল্যে অবদান রেখেছেন? তিনজনের জাদুকরী স্পর্শেই কী এতদূর উঠে আসা?

এমন প্রশ্নের মুখোমুখি হয়ে নুরুল হাসান সোহান প্রথম কৃতিত্ব দিতে চাইলেন ক্রিকেটারদের। তিনি বলেন, ‘আমাদের ম্যাচ জেতার পেছনে অবশ্যই মাঠের পারফরম্যান্সের অবদান রয়েছে।’

jagonews24

তাই বলে নিজ দলের ড্রেসিং রুমের প্রশংসা করতেও দ্বিধা নেই। বুঝিয়ে দিয়েছেন, সাকিব, ফাহিম আর সুজনের মিশ্রণটা তাদের অনেক বড় শক্তির জায়গা এবং কঠিন সময় থেকে বেরিয়ে আসতে এই ত্রয়ীর ভূমিকা অনেক। সোহান জানিয়েছেন, হারের সময় ড্রেসিং রুমের পরিস্থিতি ভালো ছিল বলেই সংকট কাটিয়ে আলোয় ফেরা সম্ভব হয়েছে।

এ কারণে তার মুখে এমন কথা, ‘আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো। ফাহিম স্যার আছেন, সুজন ভাই আছেন, সাকিব ভাই আছেন। যে দুটি ম্যাচ হেরেছিলাম তখনও ড্রেসিং রুমের পরিবেশ অনেক ভালো ছিল। এই পরিবেশ মাঠে খেলার জন্য অনেক সহায়ক।’

নিজের পারফরম্যান্সটা তেমন আহামরি হয়নি। এক কথায় ব্যাটার সোহান এবারের বিপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি। একদমই রান নেই। এই রান করতে না পারা নিয়ে তার নিজের মূল্যায়ন কী?

জানতে চাওয়া হলে সোহানের জবাব, ‘আসলে আমার খুব বেশি কিছু করতে হয়নি। টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না। ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসেবে ভালো খেলছি। ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে, দলের জয়ে যেন অবদান রাখতে পারেনি। হয়তো ব্যাটিংয়ে রান করতে পারছি না। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি।’

এটুকু বলে আবার শেষে সাকিবের অকুণ্ঠ প্রশংসা সোহানের মুখে। তিনি বলেন, ‘সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছেন। একাই উনি ২-৩ জনের কাজ করে দিচ্ছেন। ফাইনালে দলে অবদান রাখার লক্ষ্য থাকবে।’

এআরবি/আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।