ফিঞ্চ-ম্যাক্সওয়েল জুটিতে সিরিজ অস্ট্রেলিয়ার
জয়ের জন্য ১২২ রানের খুবই সহজ লক্ষ্য। এমন একটি লক্ষ্য সামনে রেখে ৪টি উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে তৃতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে, ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।
লঙ্কানদের ছুঁড়ে দেয়া ১২২ রানের চ্যালেঞ্জ মাত্র ১৬.৫ ওভারেই পার হয়ে গেলো অস্ট্রেলিয়ানরা। মূলতঃ অধিনায়ক অ্যারোন ফিঞ্চ এবং অভিজ্ঞ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের জুটির ওপর দাঁড়িয়েই সহজ জয়টি ঘরে তুলে নিলো স্বাগতিকরা। সে সঙ্গে সিরিজও জিতে নিলো তারা। সিরিজের বাকি দুই ম্যাচ পরিণত হয়েছে আনুষ্ঠানিকতার।
প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি হয়েছিল টাই। পরে সুপার ওভারে জয় পেয়েছিল অসিরা। তৃতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়া জিতলো ৬ উইকেটের ব্যবধানে। ফিঞ্চ করেছিলেন ৬ রান এবং গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ৩৯ রান।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ২৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। বেন ম্যাকডারমট আউট হন শূন্য রানে। অ্যাস্টন অ্যাগার আউট হন ১৩ রান করে।
এরপর অ্যারোন ফিঞ্চ আর গ্লেন ম্যাক্সওয়েল মিলে গড়েন ৫০ রানের জুটি। দলীয় ৭৬ রানের মাথায় ২৬ বলে ৩৯ রান করা ম্যাক্সওয়েল আউট হয়ে যান। দলীয় ১০২ রানের মাথায় অ্যারোন ফিঞ্চ ৩৬ বলে আউট হন ৩৫ রান করে। শেষ দিকে জস ইংলিশ ২১ এবং মার্কাস স্টয়নিজ ৮ বলে ১২ রান করে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।
শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। জেফ্রি ভ্যান্ডারসি ১ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দাসুন সানাকা সর্বোচ্চ ৩৯ রান করেন। দিনেশ চান্ডিমাল করেন ২৫ রান। ১৬ রান করেন পাথুম নিশঙ্কা।
আইএইচএস/এমএস