একাই বাকিদের দ্বিগুণের বেশি রান করলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

জিতলেই নিশ্চিত প্লে-অফের টিকিট। কিন্তু হেরে গেলেই জেঁকে বসবে বাদ পড়ার শঙ্কা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না ব্যাটিং ভুলে গেলেন মিনিস্টার ঢাকার ব্যাটাররা। নিঃসঙ্গ শেরপা হয়ে একাই লড়লেন তামিম ইকবাল। তবু খুব একটা বড় হয়নি ঢাকার সংগ্রহ।

আগেই প্লে অফ নিশ্চিত হওয়া ফরচুন বরিশালের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান করতে পেরেছে ঢাকা। যেখানে একাই ৬৫ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। যা দলের বাকিদের দ্বিগুণেরও বেশি।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। চলতি আসরে দারুণ ফর্মে থাকা তামিম ইকবালই কেবল পেয়েছেন রানের দেখা।

অনেক সমালোচনার পর অবশেষে নাইম শেখকে ওপেনিংয়ে ফিরিয়েছিল ঢাকা। কিন্তু ৯ বল খেলে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন এ বাঁহাতি ওপেনার। তিন নম্বরে নামা জহুরুল ইসলাম অমি ৭ বল খেলে করতে পেরেছেন মাত্র ২ রান।

হতাশ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং শামসুর রহমান শুভও। এ দুজনের ব্যাট থেকেই আসে সমান ৮ বলে ৩ রান করে। টপঅর্ডারের বাকি ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে তামিম খেলেছেন ৫০ বলে ৬৬ রানের ইনিংস। শুভাগত হোম অপরাজিত থাকেন ২৭ বলে ২১ রান নিয়ে।

বিপিএলের চলতি আসরে তামিমের এটি পঞ্চম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। যেখানে একটি সেঞ্চুরিও রয়েছে তার। এছাড়া এক ম্যাচে আউট হয়েছেন ৪৬ রান করে। আজকের ৯ চার ও ১ ছয়ে সাজানো ৬৬ রানের ইনিংসের মাধ্যমে চলতি আসরে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রান পূরণ করেছেন তামিম।

বরিশালের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম, ডোয়াইন ব্রাভো ও মেহেদি হাসান রানা।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।