প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

আগেরদিন ফরচুন বরিশালের কাছে মাত্র ১২ রানে হেরে এবারের বিপিএল থেকে প্রথম দল হিসেবে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেট সানরাইজার্সের। তবে লিগ পর্বে এখনও তাদের বাকি রয়েছে দুটি ম্যাচ। নিজেরা বিদায় নিলেও এই দুই ম্যাচে অন্য যে কোনো একটি দলের বারোটা বাজিয়ে ছাড়তে পারে সিলেট।

সিলেটের সঙ্গে বিদায় নেয়ার ক্ষেত্রে সেই দল কোনটি হতে পারে? কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে খেলা বাকি সিলেটের। আজ তারা নিজেদের মাঠে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লার। এই ম্যাচে জিততে পারলে, কুমিল্লার পথ কঠিন করে দেবে তারা।

অন্যদিকে শেষ ম্যাচে যদি ঢাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেও হারিয়ে দিতে পারে, তাহলে সর্বনাশটা হবে চট্টগ্রামেরই। তখন নাঈম ইসলামের দলকে সঙ্গে নিয়েই প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে সিলেট সানরাইজার্স।

তবে, আজ কুমিল্লার সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করার। সবার আগে প্লে-অফে উঠে বসে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আজ যদি সিলেটকে হারাতে পারে কুমিল্লা, তাহলে দ্বিতীয় দল হিসেবে তারাই উঠবে প্লে-অফে।

সে হিসেব-নিকেশ সামনে রেখেই সিলেট পর্বের শেষ ম্যাচে আজ টস জিতে নিজেরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালো সিলেটকে।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুমিল্লা। করিম জানাত, সুমন খান এবং মুমিনুল হককে বাদ দিয়ে তারা একাদশে নিয়েছে ফ্যাফ ডু প্লেসি, আরিফুল হক এবং আবু হায়দার রনিকে। সিলেট সানরাইজার্সও দুটি পরিবর্তন এনেছে দলে। শিরাজ আহমেদ এবং মিজানুর রহমানকে বাদ দিয়ে তারা দলে নিয়েছে লেন্ডল সিমন্স এবং মুক্তার আলিকে।

সিলেট সানরাইজার্স একাদশ
রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলি, এ কে এস স্বাধীন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি এবং ফ্যাফ ডু প্লেসি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।