জরিমানা গুনে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচলেন সিলেট অধিনায়ক
বলের আকৃতি পরিবর্তনের অপরাধ করে নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে গেছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। তবে বড় জরিমানাই করা হয়েছে তাকে। ম্যাচ ফি'র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার। পাশাপাশি দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও। আনুষ্ঠানিক বিবৃতিতে এটি জানিয়েছে বিসিবি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার খুলনা টাইটানসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট দল। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বল হাতে নেন সিলেটের নতুন অধিনায়ক বোপারা। সেই ওভারের চতুর্থ বলটি করার আগেই বল বিকৃত করার চেষ্টা করেন বোপারা।
নিজের দুই হাতের নখ দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। যা নজর এড়ায়নি মাঠের দুই আম্পায়ারের। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল।
যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। তবে এটুকুটেই মুক্তি মেলেনি। সেই ওভারের পর আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করার কারণে ৫ রান পেনাল্টি করা হয় সিলেটকে।
সেই ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে এটিকে লেভেল-৩ অপরাধ হিসেবে বিবেচনা করেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। সেই অনুযায়ী তিন ম্যাচ নিষেধাজ্ঞার সুপারিশ করেন ম্যাচ রেফারি। তবে এর বিরুদ্ধে আপিল করেন বোপারা। ফলে বিষয়টি চলে যায় টেকনিক্যাল কমিটির কাছে।
পরে টেকনিক্যাল কমিটির প্রধান রাকিবুল হাসান পুরো বিষয়টি পর্যালোচনা করে বোপারাকে তিনটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানার শাস্তি দেন। চলতি বিপিএলে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে বোপারাকে।
এসএএস/এমএস