ইংল্যান্ডের টেস্ট দলে ব্যাপক রদবদল, বাদ ব্রড-অ্যান্ডারসনও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

অ্যাশেজ হারের কোপটা ভালোভাবেই পড়লো ইংল্যান্ডের টেস্ট দলের ওপর। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলে ব্যাপক পরিবর্তন এনেছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সবচেয়ে বেশি আলোচনার খোরাক জুগিয়েছে কিংবদন্তি পেস বোলিং জুটি জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের নাম না থাকা। টেস্টে ১১৭৭ উইকেট ঝুলিতে রাখা এই যুগলকেও এবার অগ্রাহ্য করেছেন ইংলিশ নির্বাচকরা।

শুধু ব্রড-অ্যান্ডারসন নয়, কপাল পুড়েছে সর্বশেষ অ্যাশেজ সফরের মোট আট সদস্যের। বাদ পড়েছেন ডেভিড মালান, জস বাটলার, স্যাম বিলিংস, হাসিব হামিদ, ররি বার্নস আর ডম বেসও।

জায়গা ধরে রেখেছেন জনি বেয়ারস্টো আর ক্রিস ওকস। বেয়ারস্টোর ইয়র্কশায়ার সতীর্থ ম্যাট ফিসার ইংল্যান্ড লায়নসের হয়ে অস্ট্রেলিয়া সফরে পারফর্ম করে দলে ডাক পেয়েছেন। জায়গা পেয়েছেন অ্যালেক্স লিস আর সাকিব মাহমুদ। সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৭ রান করেও এ যাত্রায় বেঁচে গেছেন অলি পোপ।

ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাট ফিসার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যা লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।