সাবেক ক্রিকেটার এবং কোচদের মাসিক ভাতা দেওয়ার দাবি রফিকের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম ধনী বোর্ড। সবার জানা ৯০০ কোটি টাকার এফডিআর আছে বিসিবির; কিন্তু বিপুল অর্থ থাকার পরও বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে গতি কম। দেশের ক্রিকেট উন্নয়ন, সারা দেশে ক্রিকেটের প্রচার ও প্রসার বৃদ্ধি এবং নতুন প্রজন্ম তৈরির কাজে এই অর্থ ব্যবহৃত হলে আরও নতুন নতুন প্রতিভার উন্মেষ ঘটবে এমন বিশ্বাস সবার।

তবে এমন চিন্তার পাশাপাশি দেশের ক্রিকেট বোর্ডের ব্যাংকে গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ এবার দেশের ক্রিকেট উন্নয়নের পাশাপাশি সাবেক ক্রিকেটার ও প্রশিক্ষকদের দুঃসময়ে ব্যয় করার প্রস্তাব উঠেছে।

এই দাবিটা তুলেছেন দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। দেশের ক্রিকেটের সব সময়ের এ অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মনে করেন, ব্যাংকে গচ্ছিত অর্থ ক্রিকেট উন্নয়নের পাশাপাশি সাবেক ক্রিকেটার এবং প্রশিক্ষকদের সাহায্যেও বরাদ্দ করা উচিৎ।

রফিক আক্ষেপের সুরে বলেন, ‘আমাদের দেশের ক্রিকেট বোর্ডে এত বিপুল পরিমাণ টাকা। অথচ আমাদের দেশের ক্রিকেট যাদের হাত ধরে উঠে এসেছে, যারা হাতে ধরে প্রজন্মের পর প্রজন্ম তৈরি করেছেন শত শত ক্রিকেটার, যাদের নিবিঢ় পরিচর্যা এবং ছোঁয়ায় বড় হয়েছে। অনেকে জাতীয় তারকার লেভেল গায়ে মেখেছেন, সেই কোচদের দুর্দিন ও দুঃসময়ে বোর্ডের উচিৎ পাশে দাঁড়ানো।’

Mohammad Rafique

সেটা কিভাবে? রফিকের জবাব, ‘এই যে আমাদের সিনিয়র মোস্ট কোচ আলতাফ ভাই (আলতাফ হোসেন) মারা গেলেন। তাকে ক্রিকেট বোর্ড সাহায্য করেছে শেষ সময়ে। তবে তিনি যখন কোচিং করাতে পারতেন না, বয়সের কারণে বার্ধক্য যখন এসে গ্রাস করেছিল, তখন যদি তাকে নিয়মিত মাসিক ভাতা দেয়া হতো, তাহলে শেষ সময়ে তার এত অর্থ কষ্ট হতো না। চিকিৎসাসহ অন্য খাতে খরচ করতে সমস্যায় পড়তে হতো না।’

‘আর এখন আছেন ওসমান ভাই (সাবেক জাতীয় কোচ ওসমান খান)। যিনি আমাদের প্রজন্ম তৈরিতে রেখেছেন বিরাট ভূমিকা। আমাদের সমসাময়িক ক্রিকেটারদের প্রায় সবাই কোনো না কোনোভাবে ওসমান ভাইয়ের সান্নিধ্য পেয়েছে। সবাইকেই তিনি কম-বেশি শিখিয়েছেন। কোচিং তার কাছে শুধু ধ্যান-জ্ঞানই ছিল না, সেটা ছিল তার পেশা।’

‘এখন ওসমান ভাইয়েরও বয়স হয়েছে। তার পক্ষে আর কোচিং করানো সম্ভব হয় না। তিনি যদি একটা পর্যায় থেকে মাসিক ভাতা পেতেন, তাহলে কোনই সমস্যা হতো না তার। মোটামুটি স্বাচ্ছন্দেই বাকি জীবন পার করে দিতে পারতেন; কিন্তু আমাদের তেমন কোনো লক্ষ্য ও পরিকল্পনা নেই। ওসমান ভাইয়ের মত আরও যেসব কোচ এখন আর কোচিং করাতে পারেন না, তাদের যদি বোর্ড ভাতা দেয়, তাহলে তাদের চিকিৎসা খরচ মেটানো সহজ হয়। বাড়তি চাপ পড়ে না। এভাবেই সাবেক কোচ এবং ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারে বোর্ড।’

এআরবি/আইএইচএস/এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।