তবু চাকরি ছেড়েই দিচ্ছেন সাকলাইন মুশতাক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৬ জানুয়ারি ২০২২

গত বছরও একবার চাকরি ছাড়তে চেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে-শুনিয়ে শান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃপক্ষ। তবে এবার আর থাকছেন না সাকলাইন মুশতাক।

নির্ভরযোগ্য একটি সূত্র পাকিস্তানি গণমাধ্যম 'জি নিউজ'কে নিশ্চিত করেছে, পিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি এই অফস্পিনার। বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার কাছে তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা গেছে, আর্থিক ব্যাপারটি না মেলাতেই পিসিবির সঙ্গে কাজ চালিয়ে যেতে অসম্মতি জানিয়েছেন সাকলাইন।

গত সেপ্টেম্বরে মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুস পাকিস্তান কোচের পদ ছাড়ার পর জাতীয় দলের অন্তর্বতীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল সাকলাইনকে। এছাড়া তিনি ২০২০ সালের মে মাস থেকে পিসিবির ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্টের প্রধান ছিলেন।

সাকলাইনের অধীনে জাতীয় দল বেশ ভালোই পারফর্ম করছিল। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় ছাড়াও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলে পাকিস্তান।

কিন্তু এতকিছুর পরও বিদেশি কোচদের মতো মূল্যায়ন পাননি সাকলাইন। পিসিবি তাকে যে সম্মানি প্রস্তাব করেছে, সেটি মনোঃপুত না হওয়াতেই স্বেচ্ছায় সরে যাওয়ার সিদ্ধান্ত এই কিংবদন্তির।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।