এবার ‘পুষ্পা’ নিয়ে এলেন ‘নাগিন’ অপু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২২ জানুয়ারি ২০২২

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই ভরপুর বিনোদন এবং রঙবেরঙের নানান ঘটনা। ক্যারিবীয় ক্রিকেটারদের মাধ্যমে প্রায়ই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে দেখা যায় অভিনব সব উদযাপন, মজার সব কাণ্ড। এবার বিপিএলে সেই আবহটাই যেন এনে দিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিয়ে নাগিন নাচের মতো উদযাপনের জন্য আগে থেকেই বিশেষ পরিচিত নাজমুল অপু। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে অপুর দেখাদেখি পুরো বাংলাদেশ দলই নাগিন নাচ দিয়ে আলোচিত হয়েছিল ক্রিকেট বিশ্বে।

তবে এরপর ধীরে ধীরে নাগিন নাচ থেকে সরে আসেন অপু। পুরোপুরি ভিন্ন এক ধরনের উদযাপন শুরু করেন এ ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার। সেই অপু এবার ক্রিকেট মাঠে নিয়ে এলেন হালের আলোচিত ‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘পুষ্পা রাজ’র অভিব্যক্তি।

গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া তেলেগু সিনেমা পুষ্পার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমায় তার নাম পুষ্পা রাজ। যিনি পুরো সিনেমায় নিজের ট্রেডমার্ক ভঙ্গি হিসেবে ফুটিয়ে তোলেন চোয়ালের নিচে বাম হাত দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া। আর সে সময় মুখে বলেন, ‘পুষ্পা! পুষ্পা রাজ!’

আল্লু অর্জনের এই ভাবভঙ্গি এবার ক্রিকেট মাঠে নিয়ে এসেছেন অপু। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচে সিলেট সানরাইজার্সের জার্সিতে খেলতে নেমে ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

ইনিংসের ১১তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই আরিফুল হককে ফেরান অপু। পরে শহিদুল ইসলাম এবং নাহিদুল ইসলামের উইকেটও নেন তিনি। প্রতিবারই উইকেট নেওয়ার পর আল্লু অর্জুন তথা পুষ্পার মতো ভঙ্গি করে নিজের উদযাপন সারেন অপু।

এসএএস/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।