ইমন-নাইমের হাফসেঞ্চুরিতে সহজ জয় নর্থ জোনের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

জয়ের ভিত গড়ে দিয়েছিলেন নর্থ জোনের বোলাররাই। সাউথ জোনকে মাত্র ১৬২ রানে গুটিয়ে দেন শফিকুল-সানজামুলরা। জবাবে পারভেজ হোসেন ইমন আর নাইম ইসলামের জোড়া হাফসেঞ্চুরিতে ১৬৩ রানের লক্ষ্য ছুঁতে তেমন কষ্টই হয়নি নর্থ জোনের।

রান তাড়ায় নেমে শুরুতেই এক ওপেনার তানজিদ হাসানকে (৬) হারালেও আরেক ওপেনার ইমন খেলে গেছেন নিজের মতো। ৫৪ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় সমান ৫৪ রানের ইনিংস খেলে আউট হন মারকুটে এই ব্যাটার।

তারপরের দায়িত্বটুকু সামলেছেন নাইম ইসলাম আর মার্শাল আইয়ুব। অভিজ্ঞ এই যুগলের কাঁধে ভর করে ১৯ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে নর্থ জোন। নাইম ৮৪ বলে ৯ বাউন্ডারিতে ৬৬ আর মার্শাল ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন।

এর আগে সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকছিল সাউথ জোন। শেষ পর্যন্ত ৪৪ বল বাকি থাকতে ১৬২ রানে গুটিয়ে যায় জাকির হাসানের দল।

তৌহিদ হৃদয় (৭৭ বলে ৫৫) আর পিনাক ঘোষ (৭৬ বলে ৪৭) ছাড়া বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। এনামুল হক বিজয় ১০, জাকির হাসান ১১ আর মাহেদি হাসান করেন মাত্র ৯ রান।

নর্থ জোনের শফিকুল ইসলাম ২৯ রানে ৩টি আর সানজামুল ইসলাম ৩৯ রানে নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার নাইম ইসলামের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।