দীর্ঘদিন পর শেরে বাংলায় মাশরাফি, ব্যথা নিয়েও বোলিং অনুশীলন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৬ জানুয়ারি ২০২২

তিনি আছেন তার মত। কখনও জন্মস্থান তথা নির্বাচনী এলাকা নড়াইলের আপামর জনগণের সাথে, তাদের সুখ-দুঃখের সাথী হয়ে। কখনওবা অনিয়ম, অবিচার ও শৃঙ্খলাভঙ্গের বিপক্ষে সোচ্চার কণ্ঠ হয়ে। আবার কোনো সময় পরিবারের সঙ্গে একান্তে কাটছে সময়।

তবে দীর্ঘদিন মাঠমুখো হননি। মানে বল হাতে নেননি বেশ কিছু দিন। অবশেষে আজ (বৃহস্পতিবার) দেখা মিললো দেশসেরা অধিনায়কের। সকাল গড়িয়ে দুপুর নামার আগেই শেরে বাংলা একাডেমি মাঠে হালকা অনুশীলন করলেন মাশরাফি বিন মর্তুজা। একাডেমি মাঠে শর্ট রানআপে বোলিংও করলেন।

মাশরাফির বলে ব্যাট করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে ছিলেন তামিম ইকবালও। মাশরাফি, তামিম আর রিয়াদ তিনজনই এবারের বিপিএলে ঢাকার খেলোয়াড়। তবে তারা দলের হয়ে প্র্যাকটিসে নামেননি। এটা আসলে ব্যক্তিগত অনুশীলন। শুরুর আগে নিজেদের তৈরি করা যাকে বলে।

ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে আর দুই সপ্তাহ পরই পর্দা উঠবে বিপিএলের। তারও আগে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টও আছে, শুরু ৯ জানুয়ারি। সবমিলিয়ে আগেভাগেই অনুশীলন।

দীর্ঘদিন পর মাশরাফি মাঠে এসেছেন, খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার আগ্রহ ছিল তাকে ঘিরেই। শেরে বাংলায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের হতাশ করেননি নড়াইল এক্সপ্রেস।

প্রাথমিক কথোপকথনটা হয় বিসিএল ওয়ানডে ফরম্যাটে তার খেলা নিয়ে। সেইসঙ্গে শারীরিক অবস্থা এখন কেমন, কতটা ফিট মনে করছেন নিজেকে, এসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণমাধ্যমকর্মীরা।

বিসিএলের ওয়ানডে খেলবেন কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি নড়াইল এক্সপ্রেস। কারণ পিঠে একটু ব্যথা আছে, তার পুনর্বাসন চলছে। ব্যথার কারণে পুরো রানআপে বোলিংও করছেন না।

অনেক দিন পর বল হাতে নিয়েই পুরো রানআপে বোলিং করা কঠিন। তাই ধীরেসুস্থে এগোতে চান। মাশরাফি বুঝিয়ে দিলেন, আসল লক্ষ্য বিপিএল খেলা। ওই আসরকে টার্গেট করেই সামনে এগোনোর চিন্তা করছেন আপাতত।

মাশরাফির ভাষায়, ‘বিসিএলে খেলব কিনা এখনও নিশ্চিত নয়। আসলে ব্যাক পেইন আছে। আসছি অনেকদিন পর। একটু সময় লাগবে। আর সামনে বিপিএল আছে, শুরু করছি আস্তে আস্তে।’

বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট খেলা নির্ভর করছে পিঠের অবস্থার ওপর, জানিয়ে মাশরাফি বলেন, ‘ব্যাক পেইনটা কি অবস্থা হয়, সেটার ওপর আসলে ডিপেন্ড করছে বিসিএল খেলব কিনা। খেলার কথা ছিল। তবে যেটা বললাম, আসলে প্রস্তুতিটা পুরোপুরি না হলে নিশ্চিত করে বলতে পারছি না।’

এতদিন পর বোলিং করলেন, কেমন লাগছে? মাশরাফির জবাব, ‘না, বোলিং তো করিনি আসলে। শর্ট রান আপে দেখছিলাম যে কী অবস্থা। বোলিংয়ের সময় রিয়াদ ভালো বলতে পারবে। ফুল রানআপে আসলে এখনও তো করিনি, তো এখনই এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এখন যেটা হচ্ছে, একটা রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছি।’

সঙ্গে যোগ করেন, ‘আগের চেয়ে ব্যথা ব্যথাটা কিছু কমেছে। আশা করছি আগামী সপ্তাহে ফুল রানআপে বোলিং করতে পারব। তখনই বোঝা যাবে, আসলে ব্যথাটার কি অবস্থা। তবে যেহেতু ফিটনেস ঠিক আছে, আমার কাছে মনে হয় না ছন্দে ফিরতে বেশিদিন লাগবে। যত তাড়াতাড়ি ফুল রানআপে ফিরতে পারব ততই ভালো।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।