দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টের একটি বলও গড়ালো না মাঠে
বৃষ্টির কবলে পড়েছে সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। যে কারণে ম্যাচের দ্বিতীয় দিন একটি বলও গড়াতে পারলো না মাঠে। তুমুল বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা বাতিলই ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারতীয়রা। লোকেশ রাহুলের অসাধারণ এক সেঞ্চুরির ওপর ভর করে প্রথমদিনই ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৩ রান তুলে ফেলে ভারতীয়রা। দিন শেষে ১২২ রানে অপরাজিত ছিলেন তিনি। আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল আউট হন ৬০ রান করে।
১১৭ রানে বিশাল জুটি গড়ে তোলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। এরপর অবশ্য মাঠে নেমে গোল্ডেন ডাক মারেন চেতেশ্বর পুজারা। প্রথম বল মোকাবেলাতেই তিনি আউট হন। বোলার ছিলেন লুঙ্গি এনগিদি। বিরাট কোহলিও আউট হয়ে যান মাত্র ৩৫ রান করে।
প্রথম দিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ২৭২। লোকেশ রাহুল ১২২ রানে অপরাজিত। আজিঙ্কা রাহানে অপরাজিত ৪০ রানে। আজ সারাদিন এই ব্যাটার প্যাড-গ্লাভস পরে বসে থাকলেও বৃষ্টির কারণে মাঠে নামার সুযোগ পাননি। বারবার তুমুল বৃষ্টির ফলে শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়লে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দ্বিতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করেন।
আইএইচএস/