‘ড্রপ-ইন পিচের দরকার নেই’, ইমরানের সরকারকেও ধুয়ে দিলেন মিঁয়াদাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১

এশিয়া মহাদেশের বাইরে তথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় ভালো করার জন্য ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রায় ৩৭ কোটি রুপি খরচায় আরিফ হাবিব গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রায় সব মহল থেকেই প্রশংসায় ভাসানো হয়েছে রমিজ ও তার বোর্ডকে। তবে এখন আবার উল্টোটাও দেখা যাচ্ছে। দেশটির কিংবদন্তি ব্যাটার জাভেদ মিঁয়াদাদ মনে করেন, পাকিস্তানে ড্রপ ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি ইমরান খানের সরকারকেও ধুয়ে দিয়েছেন তিনি।

করাচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মিঁয়াদাদ বলেছেন, ‘পাকিস্তানে ড্রপ-ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাকিস্তানেই সব ধরনের পিচ বানানো যায়। আমরা এসব পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘খুব কম মানুষই জানে, অস্ট্রেলিয়ায় ড্রপ-ইন পিচের ধারণা সর্বপ্রথম সামনে এনেছিলেন কেরি প্যাকার। তার কুখ্যাত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের জন্য মাঠ সংকটের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

এসময় পাকিস্তান সরকারের সমালোচনা করে মিঁয়াদাদ বলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা সবসময় বড় বড় কথা বলে। কিন্তু কোনো কিছুই হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা। তারুণ্যকে খেলাধুলায় টানার জন্য এর বিকল্প নেই।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।