পুরোনো দলেই ফিরছেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১

২০২২ সালের টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য নিজের পুরোনো দল সাসেক্সেই ফিরছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। এ নিয়ে সাসেক্সের হয়ে চতুর্থ আসরে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলবেন তিনি।

পাকিস্তান সুপার লিগের কারণে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ২০২১ সালের আসরে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার। এর আগে ২০১৮ ও ২০১৯ সালেও একই দলের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলেছেন রশিদ।

বৃহস্পতিবার বিদেশি কোটার খেলোয়াড় হিসেবে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছিল সাসেক্স। এবার রশিদকেও ফিরিয়ে সমর্থকদের ভালো একটি চমক দিলো তারা। এছাড়া দলের তৃতীয় বিদেশি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

কোনো ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি খেলাতে পারে টি-টোয়েন্টি ব্লাস্টের দলগুলো। এক্ষেত্রে রিজওয়ানকে ওপেনিং করানোর পরিকল্পনা ছিলো সাসেক্সের। কিন্তু আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানাবে পাকিস্তান। ফলে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না রিজওয়ান।

এমনকি রশিদ খানও আইপিএলের কারণে হয়তো পুরো টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে পারবেন না। এছাড়া আগামী জুনের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে আফগানিস্তানের। আর টি-টোয়েন্টি ব্লাস্টের সম্ভাব্য সূচি ২৫ মে থেকে ১৬ জুলাই।

অবশ্য সাসেক্সের স্কোয়াডে আরও দুজন লেগস্পিনার উইল বিয়ার এবং তরুণ আর্চি লেনহামও রয়েছেন। তবে রশিদের মতো অভিজ্ঞ ও স্কিলফুল লেগস্পিন বিশ্ব ক্রিকেটেই বিরল। তাই তাকে যত বেশি ম্যাচে সম্ভব পেতে চায় সাসেক্স।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।