ওয়ার্ন-ম্যাকগ্রার পর এলিট ক্লাবে নাম লিখলেন লিয়ন
ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তৃতীয় দিন শেষে মনে হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই-ই হবে গ্যাবা টেস্টে। কিন্তু চতুর্থ দিনের সকালে সব উত্তেজনা পানি করে দিলেন নাথান লিয়ন। অসি অফস্পিনারের ঘূর্ণিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ইংলিশরা। হারলো ৯ উইকেটের বড় ব্যবধানে।
লিয়ন ৯১ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। এর মধ্যে তৃতীয় উইকেটে ডেভিড মালান আর জো রুটের ১৬২ রানের জুটিটি ভেঙেই ম্যাচ অস্ট্রেলিয়ার করে দেন এই অফস্পিনার। মালানকে সাজঘরে ফিরিয়ে নিজেও নাম লেখান ৪০০ উইকেটের এলিট ক্লাবে।
The moment we've all been waiting for... Nathan Lyon gets his 400th test wicket!
— Fox Cricket (@FoxCricket) December 10, 2021
Watch Day 4 of the #Ashes on Ch 501 or stream on @kayosports: https://t.co/dCg00JiKH5
: https://t.co/gY0lbuhljb
Match Centre: https://t.co/TusSYYUzPn pic.twitter.com/Rs933rFpgy
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০০ উইকেট পাওয়া ১৭তম বোলার লিয়ন। আর অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয়। তার আগে অসিদের হয়ে এই মাইলফলক গড়েছেন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রা।
ওয়ার্ন ৭০৮ আর ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে এই তালিকায় চতুর্থ ডেনিস লিলি (৩৫৫) এবং পঞ্চম অবস্থানে মিচেল জনসন (৩১৩)।
এমএমআর/আইএইচএস/