আফ্রিদির শেষটা হবে গ্ল্যাডিয়েটর্সে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১০ ডিসেম্বর ২০২১

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন শহীদ আফ্রিদি। আর সবার মতো বিদায় বলতে হবে তাকেও। পাকিস্তানের তারকা অলরাউন্ডার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) সপ্তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ জানুয়ারি। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে দলগুলো। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এক ঝটকায় লুফে নিয়েছে আফ্রিদিকে। গত বছর মুলতান সুলতানসে ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অলরাউন্ডার।

ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট, শিরোপা হাতে নিয়েই বিদায় বলতে চান আফ্রিদি। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, 'কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। ২০১৯ সালে শিরোপা জেতার পরও দলটি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। আমার স্বপ্ন ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে যেমনটা করেছিলাম, তেমনভাবে আরেকটি শিরোপা জিতেই বিদায় বলতে পারব।'

লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে আগামী ১২ ডিসেম্বর পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। গত আসরের থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড়কে ধরে রেখে ড্রাফটে অংশ নিতে পারবে দলগুলো।

এমএমআর/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।