আফগান ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন শন টেইটও
ল্যান্স ক্লুজনারের সরে দাঁড়ানোর পর একদিন পর আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কের অবসান ঘটালেন শন টেইট। তাৎক্ষণিক ভিত্তিতে আফগানদের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান গতিতারকা।
বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছেন টেইট। তার আগে হেড কোচের চাকরি ছেড়েছেন ক্লুজনার। তবে চুক্তির মেয়াদ থাকায় ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান দলের সঙ্গে থাকছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।
এক বিবৃতিতে টেইট বলেছেন, ‘আফগানিস্তান দলের সঙ্গে বিশেষ করে তরুণ পেসারদের নিয়ে কাজ করা খুবই উপভোগ করেছি আমি। আমার মনে হয় তাদের দারুণ ভবিষ্যত রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারা দারুণ অভিজ্ঞতা ছিল।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সার্টিফিকেট প্রাপ্ত টেইটকে গত আগস্টে পাঁচ মাসের চুক্তিতে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক করা হয়েছিল। একই সময় ভারতের ঘরোয়া দল পুরুচেরির সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন টেইট।
এসএএস/এএসএম