দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিদায় সাদমান-শান্ত-মুমিনুলের
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরুতেই হারিয়ে বসেছে দলের সেরা তিন ব্যাটার সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মুমিনুল হকের উইকেট।
স্কোরবোর্ডে মাত্র ১৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে টিম বাংলাদেশ। পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের ব্যাটাররা।
এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫। ১৪ রান নিয়ে ব্যাট করছেন ওপেনার সাইফ হাসান। তার সঙ্গী মুশফিকুর রহীম এখনও রানের খাতা খুলতে পারেননি।
বাংলাদেশের ব্যাটারদের সামনে শাহিন শাহ আফ্রিদিই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হিসেবে হাজির হয়েছে। ৫ম ওভারের তৃতীয় বলে সাদমান ইসলামবে এলবিডব্লিউর শিকার করেন শাহিন। ১২ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি।
এক বল বিরতি দিয়ে আরও উইকেট। এবার ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটের কানায় লাগিয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা আবদুল্লাহ শফিকের হাতে ক্যাচ দেন শান্ত। কোনো রানই করতে পারলেন না তিনি।
পরের ওভারে হাসান আলির বলে উইকেট দিলেন মুমিনুল হক। ওভারের শেষ বলটি মুমিনুলের ব্যাটের কানায় লেগে উঠে যায় মিডউইকেটে। আজহার আলি দাঁড়িয়ে থেকে ক্যাচটা তালুবন্দী করে নিলেন শুধু।
আইএইচএস/