মিসবাহ বলছেন, নিজের পদত্যাগই পাকিস্তানের জন্য ‘শাপে বর’ হয়েছে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৬ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের হেডকোচের দায়িত্ব ছেড়ে দেন মিসবাহ-উল-হক। তড়িঘড়ি করে তখন সাকলায়েন মুশতাককে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই যেন বদলে গেছে পাকিস্তান ক্রিকেট দল। এ কারণে নিজের পদত্যাগকেই এখন পাকিস্তান দলের জন্য ‘শাপে বর’ হয়েছে বলে মনে করছেন মিসবাহ।

পাকিস্তানের মুসলিম জিমখানা ক্লাবের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ বলেছেন, ‘পাকিস্তান দলকে জিততে দেখে আমি খুব খুশি। যারা ভেবেছিলেন,আমি দায়িত্ব ছেড়ে দিলে পাকিস্তান ভালো খেলবে, তাদেরকে অভিনন্দন।’

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দলের উন্নতি হয়েছে বলে মনে করেন মিসবাহ। তিনি আরও বলেছেন, ‘বাবরেরের অধিনায়কত্ব তো আছেই, সাকলায়েনও খেলোয়াড়দের ভালোমতো সামলাচ্ছে। আমাদের টেস্ট দলও শক্তিশালী এবং বাংলাদেশকে তাদের মাটিতে টেস্টে হারানোর সক্ষমতা আমাদের রয়েছে।’

দুই বয়োজ্যেষ্ঠ শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ এখনো খেলে যাচ্ছেন। তাদের অবসরের ব্যাপারে মিসবাহর বক্তব্য, ‘তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত তারাই নেবে। তারাই ভালো জানে কতদিন দেশের হয়ে খেলতে পারবে এবং পাকিস্তানের জয়ে অবদান রাখবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।