দৌড়ানোর দিন শেষ, হাঁটু বদলে ফেলবেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ২২ নভেম্বর ২০২১

সপ্তাহখানেক আগেই এক টুইটবার্তায় শোয়েব আখতারের উদ্দেশে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি লিখেছিলেন, ‘আশা করি তোমার হাঁটু সবসময় ভালো থাকবে।’ শোয়েবের হাঁটুর সমস্যার ব্যাপারে জানা থাকায়ই এই দোয়া করেছিলেন আফ্রিদি।

কিন্তু মোটেও ভালো নেই পাকিস্তানের সাবেক গতিতারকা ও বিশ্বের অন্যতম গতিময় পেসার শোয়েব আখতারের হাঁটু। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আর কখনও হয়তো দৌড়াতে পারবেন না শোয়েব।

তাই হাঁটুর সমস্যা থেকে পরিত্রাণ পেতে অস্ট্রেলিয়া গিয়ে সম্পূর্ণ হাঁটু পরিবর্তনের অপারেশন করবেন শোয়েব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে এ বিষয়ে জানিয়েছেন শোয়েব নিজেই।

নিজের রানিং সেশনের একটি ছবি পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘আমার দৌড়ানোর দিন শেষ কারণ শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছি সম্পূর্ণ হাঁটু পরিবর্তনের অপারেশনের জন্য।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।