শেরে বাংলায় ঢুকে পড়লেন দর্শক, লুটিয়ে পড়লেন মোস্তাফিজের পায়ে
পাকিস্তান ইনিংসের ১৪ ওভারের খেলা শুরু হয়নি তখনো। দুই অপরাজিত ব্যাটসম্যান ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ান তখন উইকেটে।
এ সময় হঠাৎ পূর্ব দিকের গ্যালারি থেকে কাঁটাতারের ফেন্সিং (বেড়া) বেয়ে মাঠে ঢুকে পড়লেন এক তরুণ সমর্থক। তাকে সামালাতে মুহূর্তে মাঠে ঢুকে পড়লেন বিসিবির নিরাপত্তা রক্ষীরাও।
কিন্তু ততক্ষণে ওই অতি উৎসাহী দর্শক মাঠে ঢুকে মোস্তাফিজের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে।
প্রসঙ্গত এর আগেও বাংলাদেশের ক্রিকেট মাঠে বার দুয়েক খেলা চলাকালীন মাঠে দর্শক ঢোকার ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবের জন্য ফুল নিয়ে মাঠে চলে আসেন এক দর্শক।
আর চলতি বছর আরেক অতিউৎসাহী ভক্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরেছিলেন। ২০১৬ সালে বিপিএলেও একবার এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেছিলেন।
আইএইচএস/