যেখানে সমানে সমান রোহিত-কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ এএম, ২০ নভেম্বর ২০২১

অধিনায়ক ও ব্যাটার- দুই রোহিত শর্মাই ২২ গজে সময়টা বেশ উপভোগ করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে রোহিতের নেতৃত্বাধীন ভারত। একইসঙ্গে রোহিতের ব্যাটে ছুটছে রানের ফোয়ারাও।

যার সুবাদে শুক্রবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে সতীর্থ বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন রোহিত।

শুক্রবার সিরিজ নিশ্চিত করতে রাঁচিতে স্বাগতিক ভারতের সামনে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। যা তাড়া করতে নেমে ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল মারমুখী খেলতে থাকলেও, রোহিত শুরু করেছিলেন রয়ে সয়ে। এরপর দশম ওভার থেকে গিয়ার বদলানো শুরু করলেন তিনি।

দশম ওভারের প্রথম ও চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে ডিপ মিড উইকেট ও লং অন দিয়ে দুটো ছক্কা মেরে নিজের চেনা রূপ দেখান রোহিত। এরপর থেকে একের পর এক বাউন্ডারি মেরে নাজেহাল করছিলেন কিউই বোলারদের।

ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে অ্যাডাম মিলনেকে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে ফিফটি তুলে নেন হিটম্যান। যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৯তম ফিফটি। এই ইনিংসের সুবাদে সর্বোচ্চ ফিফটির তালিকায় কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেছেন রোহিত।

সর্বোচ্চ ফিফটি ছাড়াও লোকেশের সঙ্গে সেঞ্চুরি জুটি করেছেন রোহিত। যেখানে হয়ে গেছে আরও দুটি রেকর্ড: ১. লোকেশ-রোহিত শতরানের জুটি হয়েছে ৫টি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান জুটির সঙ্গে যৌথ সর্বোচ্চ। ২. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি জুটিতে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন রোহিত (১৩)।

গত বুধবার (১৭ নভেম্বর) জয়পুরে প্রথম টি-টোয়েন্টিতে দুই রানের জন্য ফিফটি হয়নি রোহিতের। তা হয়ে গেলে শুক্রবার কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডটা রোহিতের হয়ে যেত। তবে সিরিজের এখনও একটি ম্যাচ বাকি। হয়তো রোববার প্রিয় ইডেন গার্ডেনসে সতীর্থ কোহলিকে ছাড়িয়ে যাবেন তিনি।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।