মাঠে বসে দেখা যাবে খেলা, টিকাগ্রহীতাদের অগ্রাধিকার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০২১

এবার বাংলাদেশেও দর্শকরা ক্রিকেট মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন- এমন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল আগেই। বিসিবি থেকে তেমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সপ্তাহখানেক আগে।

তখন বলা হয়েছিল, সরকারের ঊর্ধ্বতন মহলের সবুজ সংকেত তথা নির্দেশনা পেলেই দর্শকদের মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

যত দূর জানা গেছে, সরকারের সর্বোচ্চ মহলের অনুমতি মিলেছে। দর্শকদের মাঠে ফেরার সম্ভাবনা অবশেষে বাস্তবে রুপ নিতে যাচ্ছে।

আগামী ১৯ নভেম্বর থেকে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আর পাকিস্তানের যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, তা দর্শকরা মাঠে গিয়েই দেখতে পারবেন। তবে পূর্ণ গ্যালারি নয়, খেলা দেখতে পারবেন পঞ্চাশ ভাগ দর্শক।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এবার দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ ভাগ আসন দর্শকদের জন্য বরাদ্দ থাকবে।’

জালাল আরও জানান, ‘যারা এরই মধ্যে ভ্যাকসিনের দুটি কোর্স সম্পন্ন করেছেন তারা যাতে অগ্রাধিকার পান, চেষ্টা করা হবে। তবে কাজটা কঠিন। কারণ কারা ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, তাদেরকে টিকিট দেওয়ার কাজটি করাও সহজ নয়। তারপরও চেষ্টা চলছে যাতে ভ্যাকসিনের কোর্স সম্পন্নকারীরা অগ্রাধিকার পান।’

এআরবি/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।