সেমিফাইনাল হারা বাবরদের পাশে দাঁড়ালেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১২ নভেম্বর ২০২১

উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে ম্যাথু ওয়েডের স্কুপ দেখে উইকেটের কাছেই বসে পড়লেন শাহিন শাহ আফ্রিদি। মনে করিয়ে দিলেন ২০১০ বিশ্বকাপের সেন্ট লুসিয়ার সাঈদ আজমলকে।

হতাশায় নিমজ্জিত হয়ে শাহিনের এই বসে পড়া যেন রূপ নিয়েছে পুরো পাকিস্তানের প্রতীকী চিত্রে। তবে এমন পরাজয়ের পরও পাকিস্তান দলের পাশে দাঁড়াতে ভোলেননি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। শেষ দুই ওভারে প্রয়োজনীয় ২০ রান্ন ছয় বলেই তুলে নিয়েছে অসিরা, পাকিস্তান ম্যাচ হেরেছে এক ওভার আগেই।

ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সান্ত্বনা দেওয়া টুইটবার্তায় ইমরান লিখেছেন, ‘বাবর আজম, বুঝতে পারছি এখন তোমাদের মনের ভেতর কী চলছে। খেলোয়াড় হিসেবে এমন পরিস্থিতির মুখোমুখি আমাকেও হতে হয়েছে। মন খারাপ করো না। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলেছো।’

সেমিফাইনালের আগে পাকিস্তান সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছিল। আইসিসির দুই সহযোগী সদস্য দেশ নামিবিয়া ও স্কটল্যান্ডের সঙ্গে জেতার পর তাদের ড্রেসিংরুমে কুশল বিনিময়ও করেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা।

এই ব্যাপারে কিংবদন্তি পাকিস্তানি অলরাউন্ডারের বক্তব্য, ‘মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলা শেষে তোমরা যে নম্রতার পরিচয় দিয়েছ, তা সত্যিই গর্ব করার মতো।’

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।