কোহলিদের নতুন হেড কোচ সঞ্জয় বাঙ্গার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ নভেম্বর ২০২১

আইপিএলের আসন্ন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। ২০২২ সালের আসর থেকে ব্যাঙ্গালুরুর ডাগআউটে থাকবেন ৪৯ বছর বয়সী বাঙ্গার।

তিনি দায়িত্ব নিলেন কিউই কোচ মাইক হেসনের জায়গায়। এখন থেকে নিজের আসল পদবি ব্যাঙ্গালুরুর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন হেসন।

নতুন কোচের সন্ধান পেলেও, অধিনায়কের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ব্যাঙ্গালুরু। ২০২১ সালের আসর শেষেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ফলে নতুন মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে ব্যাঙ্গালুরুকে।

দলটির নতুন কোচ বাঙ্গার ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে একাধিক দায়িত্বে কোচিং করিয়েছেন বাঙ্গার। ২০১০ সালের আইপিএলের দল কোচি টাস্কার্স কেরালার ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।

পরে ২০১৪ সালের আইপিএলের আগে তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই আসরেই ড্যারেন লেহম্যানের কাছ থেকে তিনি প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীন সেবার রানার্সআপ হয় পাঞ্জাব।

তিনি ভারতীয় দলে টানা পাঁচ বছর ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরকারী ভারতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি। সবমিলিয়ে অভিজ্ঞতার দিক থেকে তার ঝুলি বেশ ভারী।

বাঙ্গারকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে ব্যাঙ্গালুরুর চেয়ারম্যান প্রথমেশ মিশ্র বলেছেন, ‘আরসিবি দলের মধ্যে থেকে প্রতিভাকে সমর্থন ও তৈরি করার দর্শনে প্রতিশ্রুতিবদ্ধ। বাঙ্গারকে নিয়োগ করা সেই বিশ্বাসের প্রতিফলন। আমরা আত্নবিশ্বাসী যে তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে দলের জন্য সর্বোচ্চটা করবেন।’

হেড কোচের দায়িত্ব পাওয়ার পর বাঙ্গার বলেন, ‘আরসিবির মতো দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা সম্মানের এবং এটি দারুণ সুযোগও বটে। দলের কিছু ব্যতিক্রমী ও প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে আমি কাজ করেছি। দলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।