আমিরকে হরভজনের কাছে ক্ষমা চাইতে বলছেন আজমল
মোহাম্মদ আমির-হরভজন সিংয়ের টুইটারে তর্কযুদ্ধের ১০ দিনেরও বেশি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এরপর তুলকালাম হয়েছে আরও অনেক কর্মকাণ্ডে। তবু ১০ দিনেরও পুরোনো সেই ঘটনা টেনে আনলেন সাইদ আজমল। আমিরকে হরভজনের কাছে ক্ষমা চাইতে বলেছেন সাবেক পাকিস্তানি অফস্পিনার।
ঘটনার সূত্রপাত ২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। ম্যাচ শেষেই সোশ্যাল মিডিয়ায় হরভজন-শোয়েব আখতার খোঁচাখুঁচি শুরু করেন। যেটা হরভজনের সঙ্গে আমিরকে বাদানুবাদে অনুপ্রাণিত করেছে বলে মনে করেন আজমল।
আমিরকে হরভজনের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে সাবেক পাকিস্তানি অফস্পিনার বলেছেন, ‘খেলাধুলা মানুষকে কাছে টানে। খেলোয়াড়দের তাই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। হরভজন-শোয়েবের কথাবার্তার মাঝখানে তার (আমির) নাক গলানো মোটেও উচিত হয়নি।’
তিনি আরও বলেছেন, ‘আমার মতে শোয়েব ও হরভজনের আলোচনার মধ্যে যোগ দিয়ে ভুল করে ফেলেছে আমির। তার অবশ্যই এর জন্য ক্ষমা চাওয়া উচিত। এটা দুজন গ্রেট ক্রিকেটারের মধ্যে আলোচনা ছিলো। সে (আমির) এতে ঢুকে ঠিক করেনি।’
আমির-হরভজনের তর্কের মূল বিষয়বস্তু ছিল বিশ্বকাপ ইতিহাসে ১৩ বারের দেখায় ভারতকে পাকিস্তানের প্রথমবার হারানোর ঘটনা। প্রসঙ্গক্রমে চলে আসে, ২০১০ সালে আমিরের স্পট ফিক্সিং, ২০১০ এশিয়া কাপে আমিরকে মারা হরভজনের ছক্কা, ২০০৬ সালে টেস্টে হরভজনকে শাহিদ আফ্রিদির চারটি ছক্কা মারার ঘটনা।
আরআই/এসএএস/জিকেএস